২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন ডা: রশ্মি চাকমা। এই সময় তিনি, হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন, হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
নবযোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা: রশ্মি চাকমা প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমাদের লক্ষ্য এ উপজেলার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে তাঁদের সেবা করা এবং আমাদের প্রচেষ্টার মাধ্যমে এ উপজেলার মানুষের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা। চাহিদা অনুযায়ী সব ধরনের সেবা প্রদান করার আশাবাদ ব্যক্ত করে তিনি এ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।”