উপজেলা প্রশাসনের উদ্যোগে রাউজানে ‘সর্বজনীন পেনশন স্কিম’অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, রাউজান
প্রকাশিত : সোমবার, ২০২৪ এপ্রিল ০১, ০৫:১৪ অপরাহ্ন

রাউজানে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ‘সর্বজনীন পেনশন স্কিম’বিষয়ে একযোগে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মশালার সমন্বয়ক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রিদুয়ানুল ইসলাম ও  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।

উপজেলার ১৪টি ইউনিয়ন ও  ১টি পৌরসভায় উপজেলা পর্যায়ের ১৫ জন কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ইউনিয়নসমূহ পরিদর্শন করে দেখা যায়, এতে প্রায় ৫ হাজারের অধিক লোকের লোকসমাগম ঘটেছে।

এবিষয়ে রাউজান উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, ‘সর্বজনীন পেনশন স্কিম মাননীয় প্রধানমন্ত্রীর অসাধারণ একটি উদ্যোগ। যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ অনেক উন্নত রাষ্ট্রের সর্বজনীন পেনশন স্কিমের বয়স সীমা ৬৭ বছর সেখানে আমাদের দেশের জনগণ ৬০ বছর থেকেই এই পেনশন স্কিম সুবিধা ভোগ করতে পারবে যা এক কথায় যুগান্তকারী একটি পদক্ষেপ।

স্থানীয় জনসাধারণ বলেন, ‘আগে পেনশন স্কিম বিষয়ে কিছুটা বিভ্রান্তি ছিল কিন্তু উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য কর্মকর্তাগণ আমাদেরকে বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করেছেন, আমরা শীঘ্রই এই পেনশন স্কিম গ্রহণ করবো। এই যুগান্তকারী উদ্যোগ নেয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।’


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework