গত ১৬ নভেম্বর -২০২৪ রোজ শনিবার বিকাল ৫টা চট্টগ্রামস্থ চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইদানিং সাহিত্য চর্চা কেন্দ্র চট্টগ্রামের উদ্যোগে ইদানিং- হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার ও গুণীজন সংবর্ধনা- ২০২৪ সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলাম মাসুমের সভাপতিত্বে লেখক ও মানবাধিকারকর্মী মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সমাজত্ত্ব বিভাগের ডীন অধ্যাপক ড.মোহীত উল আলম।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক এমকেএম ফজলুল করিম চৌধুরী।
সম্মানিত আলোচক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড.ফরিদ উদ্দিন ফারুক কবি ও সাংবাদিক কমরুদ্দিন আহমদ, মাসিক দ্বীন দুনিয়া,র সম্পাদক লেখক মুহাম্মদ জাফর উল্লাহ।
সংবর্ধিতজনরা হলেন,সাহিত্যে মুহাম্মদ মহিউদ্দিন,শিশু সাহিত্যে জুলফিকার শাহাদাৎ শিক্ষায় লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, সমাজসেবা ডাঃ মোহাম্মদ ওমর ফারুক।
এতে আরো বক্তব্য রাখেন খোরশেদ মুকুল কফিল উদ্দিন দুলাল, জিতেন্দ্র লাল বড়ুয়া,সোহেল ফখরুদ্দীন সৈয়দ খালেদুল আনোয়ার, আলী আসকর,হামিদুর রহমান, আলী প্রয়াস,মোস্তফা হায়দার। এতে ছড়া ও কবিতা আবৃত্তি করেন,আবু ইউসুফ সুমন,কুতুবউদ্দিন বখতেয়ার,আলাউদ্দিন কবির সহ প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক ড.মোহীত উল আলম বলেন, হাবিলদার রজব আলী খাঁ আমাদের স্বাধীনতা অপর নাম, তিনি সমগ্র ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের রূপকার তাঁর গৌরবজনক ভূমিকা কে আমরা যথাযথভাবে মূল্যায়ন করিনি। কালের আবর্তে আমরা তাঁকে ভুলে গেছি তাই হাবিলদার রজব আলী এক অবহেলিত নাম। তিনি বলেন, সারাদেশে রজব আলীর সাহস ও কীর্তিকে আমাদের নতুন প্রজম্ম কে ছড়িয়ে দিতে হবে। সিপাহী বিপ্লবের সময় হাবিলদার রজব খাঁ চট্টগামের বিদ্রোহের নেতৃত্ব দেন।ব্রিটিশ জেল খানায় আক্রমণ করে সকল বন্দীকে তিনি মুক্ত করেন।স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য অথচ দুর্ভাগ্য জনক হলেও সত্য এমানুষের নামটি মুছে যাচ্ছে মানুষের অগোচরে। তিনি ইদানীং সাহিত্যর্চচা কেন্দ্রের এই ধরনের উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।
সভাপতি লেখক ও প্রকাশক মিনহাজুল ইসলাম মাসুম এ সুন্দর আয়োজনের জন্যে ও সকলকে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।