আলোর মুখ দেখতে যাচ্ছে ফটিকছড়ি নাজিরহাট পুরাতন সেতু

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি
প্রকাশিত : বুধবার, ২০২৪ মে ১৫, ০১:৩৬ অপরাহ্ন

অবশেষে বহুল কাঙ্খিত নাজিরহাটে শতবর্ষী হালদা পুরাতন সেতুটি আলোর মুখ দেখতে যাচ্ছে। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এলাকাবাসীর।

জানা গেছে, আগামি (১৬ মে) বৃহস্পতিবার উদ্বোধনের পর ওইদিন থেকেই শুরু হবে সেতুটির নির্মাণ কাজ। সেতুটির নির্মাণ ঠিকাদার আবুল বশর বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে, সেতুটি নির্মাণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৫ লাখ টাকা। ১০ ফিট বাই ৩ শত ফিটের এখানে বেইলী ব্রীজ হবে। বেইলী সেতুটির ঠিকাদারী প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্স।

এ ব্যাপারে ঠিকাদার মোহাম্মদ আবুল বশর বলেন, আগামি ১৬ মে সেতুটি এমপি সনি উদ্বোধন করবেন। এরপরেই আমরা কাজ শুরু করবো। স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসীর ও ব্যবসায়িক ভাইদের সহযোগিতা খুবই প্রয়োজন। তবে অনানুষ্ঠানিক ভাবে ইতিমধ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি কাজ ধরার ৩-৪ মাসের মধ্যে আমরা সেতু নির্মাণের কাজ শেষ করতে পারবো।

সোমবার (১৩ মে) বিকাল ৫ টার দিকে সেতুটির পরিদর্শনে আসেন সড়ক ও জনপদ বিভাগের সাব স্টেশন ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার ব্রীজটি স্থানীয় এমপি উদ্বোধনের পর কাজ শুরু হবে। সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework