আরব আমিরাত প্রবাসী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সিআইপি পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২১, ০৪:৩৬ অপরাহ্ন

বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোর স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মনোনীত হয়েছেন চট্টগ্রামের রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডের আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব লায়ন মোঃ নজরুল ইসলাম। গত (১৮ ডিসেম্বর) বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে তাঁকে এনআরবি ২০২৫-পুরস্কারে ভূষিত করা হয়। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও সিআইপি কার্ড তুলে দেন মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চট্টগ্রাম জেলার রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডের মরহুম হাজী মনিরুজ্জামানের বড় ছেলে। তিনি ১৯৯১ সালে মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে পাড়ি জমান। সেখানে নিজ প্রচেষ্টায় গড়ে তুলেন হাজী মুনির ফ্রুটস্টাফ ট্রেডিং কোং এলএলসি ও নুর আল তাকওয়া ফ্রুটস্টাফ এলএলসি নামক দুটি কোম্পানি সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। প্রায় তিন যুগ ধরে সুনামের সঙ্গে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে আয়কৃত অর্থ বৈধ পথে দেশে পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবং দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ ধর্মীয়, সামাজিক, মানবিক ও সেবামূলক সংগঠনের পাশাপাশি অসহায় দরিদ্র মানুষকে আর্থিক সহায়তার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কষ্ট লাঘবে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

তার এপ্রাপ্তিতে রাউজান প্রেসক্লাব সভাপতি এম বেলাল উদ্দিন তাঁকে ব্যক্তিগত অভিনন্দন জানিয়েছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework