আমির হোসেন পাচ্ছেন নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড


প্রকাশিত : রবিবার, ২০২৪ এপ্রিল ০৭, ০৬:২২ অপরাহ্ন

নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ পাচ্ছেন পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমির হোসেন। নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন (এনবিএফএ) নেপালে বাংলাদেশি পিএইচপি ফ্লোট গ্লাস রপ্তানির জন্য এ অ্যাওয়ার্ড দিচ্ছে।

আগামী ২০ এপ্রিল বিকেল ৩টায় কাঠমান্ডুর ট্যুরিজম বোর্ড হলে ট্যুরিজম ডেভেলপমেন্ট, বিজনেস প্রমোট প্রোগ্রামে অ্যাওয়ার্ড দেওয়া হবে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নারী শিশু সিনিয়র সিটিজেনবিষয়ক মন্ত্রী ভাগবতী চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী দোল প্রসাদ আরিয়াল, ড. নারায়ণ খাদক, ডা. ভোলা রিজেল ও মোহন বাহাদুর।

মোহাম্মদ আমির হোসেন  বলেন, আমরা ২০০৬-০৭ সাল থেকে নেপালের বিভিন্ন শহরে কাচ রপ্তানি করে আসছি। প্রচুর কাচ বাংলাদেশের পিএইচপি ফ্লোট গ্লাস কারখানায় উৎপাদন করে নেপালে বাজারজাত করেছি। নেপালে আমাদের কয়েকজন রয়েল ডিলার আছেন, যারা শুধু পিএইচপি ফ্লোট গ্লাস বাংলাদেশ থেকে আমদানি করে। এ কর্মযজ্ঞ, কাচের গুণগতমান, কোয়ালিটি, কমিটমেন্টের স্বীকৃতি স্বরূপ এ অ্যাওয়ার্ড পাচ্ছি। এটা আমাদের অনেক বেশি সম্মানিত করবে। আমরা যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে নিপুণভাবে কার্যক্রম অব্যাহত রাখতে পারি তার অনুপ্রেরণা জোগাবে।

 

 

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework