আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রামে চিকিৎসাখাতে সেবার মান উন্নত করার দাবি জানালো জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ফেব্রুয়ারী ২২, ০৭:১০ অপরাহ্ন

বাংলাদেশের সকল মানুষের সুচিকিৎসার জন্য কাজ করে যাচ্ছে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।

সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে আজ ২১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে চট্টগ্রামে বায়েজিদ এলাকায় নূরুল উলূম মাদ্রাসায় অসহায় দারিদ্র্য জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ঔষধ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

নূরুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উপদেষ্টা ডা.শাহাদাৎ হোসাইন , প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সদস্য ডা. জামাল উদ্দিন, জেলা শাখার সদস্য সচিব ডা.অরিনা খানম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চট্টগ্রামে চিকিৎসা  সেবার মান খুব বেশি উন্নত নয়। আমরা দাবি জানাই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা  সেবার মান উন্নত করার। বিশেষ করে জটিল ও কঠিন রোগীদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, নারী ও শিশুদের জন্য আলাদা কাউন্সিল বডি গঠন করা। প্রত্যেক কৃষকের জন্য চিকিৎসা খাতে কার্ড পদ্ধতি চালু করা।

এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য আবদুল মান্নান, ডা. রফিক উদ্দিন, ডা. মমতাজ উদ্দিনসহ জেলা শাখার নেতৃবৃন্দ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework