চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক মুদিদোকানি গুরুতর আহত হয়েছেন। আহতের নাম মো. নুরুল আবছার (৪২)।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে বৈরাগ ইউনিয়নের দক্ষিণ গুয়াপঞ্চক গ্রামের রসুন তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত মো. নুরুল আবছার ওই এলাকার মৃত আবদুল মন্নানের ছেলে। তিনি নাহিদ, নিলিমা ও শাওন নামে তিন সন্তানের জনক।
আহতের ভাগিনা হেলাল বলেন, ‘রাতে হঠাৎ কোনো সাড়া-শব্দ ছাড়াই বন্য হাতিটি ঘরের সামনে চলে আসে। এ সময় মামা দরজা খুলতেই হাতিটি শুঁড় দিয়ে মামাকে টেনে নিয়ে যায়। তখন হাতিটি মামার পায়ে চাপ দিলে একটি পা ভেঙে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন বের হলে হাতিটি পালিয়ে যায়। এরপর মামাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়।’
এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালীর জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান জানান, আহতকে নিয়মানুযায়ী বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।