আনোয়ারায় দেশীয় রসালো ফলের মেলায় উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ Jun ১৯, ০৩:২৬ অপরাহ্ন

কাঁঠাল, লিচু, আমসহ দেশীয় বাহারি রসালো ফলের সমাহারে আনোয়ারায় উদ্বোধন হয়েছে ফল মেলা ২৫। 'দেশি ফল, বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই'—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো আনোয়ারায় এই মেলার আয়োজন করে উপজেলা কৃষি অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কনফারেন্স রুমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার রমজান আলীর সভাপতিত্বে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার রাশীদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, উপজেলা প্রকৌশলী জাহেদসহ উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকরা।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার রমজান আলী বলেন, ফলজ গাছ রোপণে আমাদের গুরুত্ব দিতে হবে। দেশীয় ফল আমাদের দেশের উল্লেখযোগ্য অংশ পূরণ করে। চাহিদার এই জায়গায় কৃষক ও কৃষি নিয়ে যারা কাজ করি আমাদের আরো পরিকল্পিতভাবে কাজ করা দরকার।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework