আনোয়ারায় জেকেএস স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের কমিটি গঠন

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ Jun ১৯, ০৬:২৭ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জুঁইদন্ডী খুরুস্কুল সরেঙ্গা (জেকেএস) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে “প্রাক্তন শিক্ষার্থী পরিষদ” এর কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) প্রাক্তন শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে ১০ ব্যাচের জিয়াউর রহমানকে সভাপতি ও ১৭ ব্যাচের আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটিতে মাহেরা শাহীন কুতুবী, শেফায়ত হোসেন, জহিরুল আলম চৌধুরী, সাইফুল ইসলাম মিন্টু, মামুনুর রশীদ, জিয়াউদ্দিন চৌধুরী রিকন, মোহাম্মদ শওকত, মনজুরুল হক সোহেল, সিরাজুল মোস্তফা রুবেল, নাজিম উদ্দীন, আসিফ হাসনাত চৌধুরী, রেজাউল করিম রিয়াজ, আব্দুল হালিমকে উপদেষ্টা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন: সহ-সভাপতি মনজুর আলম, জয়নাল আবেদীন, হানিফ চৌধুরী; সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিটু; সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম; প্রচার সম্পাদক সরওয়ার আলম ফয়সাল; সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ ইনাম; শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন; সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম; দপ্তর সম্পাদক সরওয়ার মিয়া; সহ-দপ্তর সম্পাদক রাতুল ইসলাম জিহাদ; অর্থ সম্পাদক আরাফাত হোসেন; সহ-অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজু; ক্রীড়া বিষয়ক সম্পাদক সামির চৌধুরী; সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আরমান হোসেন।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন: জাহেদুল ইসলাম রাসেল, এসকান্দর আলম চৌধুরী নবাব, নেজাম উদ্দিন, ইকবাল হোসেন বিজয় প্রমুখ।

নবগঠিত কমিটির সভাপতি জিয়াউর রহমান বলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করলে প্রতিষ্ঠান দ্রুত স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে হৃদ্যতার বন্ধন সুদৃঢ় হয়, সমাজে শান্তি স্থাপিত হয়। তাই আমরাও আদর্শ শিক্ষা ব্যবস্থা ও সমাজ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবো।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework