আনোয়ারায় কোটি টাকার খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মার্চ ১২, ০৫:৫২ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে আনোয়ারা - বাঁশখালি সীমান্ত এলাকায় বারখাইন মৌজার  ১.১২ একর খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা এসব জমির মূল্য

প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। এসময় অবৈধভাবে সরকারি  খাস জমি দখল করায় দুই জনকে ২ লক্ষ  ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। অর্থদন্ড দেওয়া এই দুই জন হলেন, আবুল কালের ছেলে মেহরাজ, রফিকুল ইসলামের ছেলে নিজাম উদ্দীন।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে  এই অভিযান পরিচালনা করা হয়। আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আবদুল্লাহ আল মুমিন ও বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই অভিযানে  নেতৃত্বে দেন।

জানা যায় , আনোয়ারা বাঁশখালি সীমান্ত এলাকায় বারখাইন মৌজায় ৭/২০-২১ অধিগ্রহণ মামলা মূলে ৮৫ শতক জমি অধিগ্রহণ করা হয়। মানুষ সেটার ক্ষতিপূরণও তুলে নেয়। পরবর্তীতে রাস্তা হওয়ার পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বায়নানামা ও মৌখিক কেনাবেচা করে সরকারের খাস জমি দখল করে। গরু ও পশুর খামার দেয় এবং মাটি কাটে রাতের আধারে। পরবর্তীতে অভিযান চালিয়ে ১.১২ একর জমি উদ্ধার করে এবং ২ মামলায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন বলেন ,  খাস জমি উদ্ধার অভিযানের অংশ হিসাবে  অভিযান পরিচালিত হয়। এসময় ১.১২ একর জমি উদ্ধার করা হয় এবং ২ মামলায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework