আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় টানেল সড়ক ভোজন বাড়ি রেস্টুরেন্টের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আবদুল্লাহ। সাধারণ সম্পাদক মোরশেদ মান্নার সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা এম. আবুল মনছুর মেম্বার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নীল মানবাধিকার উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক এস্কান্দর চৌধুরী হিরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি এনামুল হক নাবিদ এবং সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান হৃদয়, দপ্তর সম্পাদক রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাবেদ ও শাহাব উদ্দীন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য বশির রিফাত, সহ-সভাপতি এন মোহাম্মদ জুনাইদ, অর্থ সম্পাদক শফি আলম, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সাকিব উদ্দীন তালুকদার এবং সদস্য ফরহাদ, ফয়সাল, এম. শাহজাহান সৌরভ, ওয়াহিদ, বিজয়, মোহাম্মদ জাবেদ, ইয়াসিন, বেলাল, জাহেদ, রিমন ও আদনান প্রমুখ।