আদালতের নির্দেশে হাটহাজারীতে গুলিতে নিহত জামাল মোল্লার লাশ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ১১, ০২:৩০ অপরাহ্ন

মহামান্য আদালতের নির্দেশেগত ৫ আগস্ট হাটহাজারীতে গুলিতে নিহত জামাল মোল্লা(৪৮)র লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিনের উপস্থিতিতে কুলগাঁও জালালাবাদ এলাকা থেকে লাশটি তোলা হয়।ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাটহাজারী মডেল থানার সামনে গত ৫ আগষ্ট বিকেলে গুলিতে নিহত হয় দুই সন্তানের জনক মো. জামাল। নিহত জামাল মোল্লা কুলগাঁও ট্যানারি বটতল জালালাবাদ এলাকার কালু মুন্সির ছেলে ছিলেন। পরিবারসহ তিনি হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, জামাল মোল্লার মৃত্যুর পর তাঁর স্ত্রী গত ৩১ আগস্ট ৬৫ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জন অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিন লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, জামাল ৫ আগস্ট হাটহাজারী মডেল থানার কাছে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে চমেক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।আদালতের নির্দেশে তার লাশ ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয়।লাশ উত্তোলনের সময় হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের ফোর্স উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework