অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ Jun ১৫, ০৩:০৩ অপরাহ্ন

নগরীর জামালখান এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও মুর‍্যাল ভাঙচুরের ঘটনায় নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নোসাদ আল জাসেদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে একটি দোনলা বন্দুক উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার স্পিনা রানী প্রামানিক। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে বুধবার চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ করে বিএনপি। বহদ্দারহাট ও চকবাজার থেকে আসা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা চকবাজার, গণিবেকারি হয়ে জামালখান মোড়ে আসতেই কাচের তৈরি বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভাঙতে শুরু করে।

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে জামালখান এলাকায় বঙ্গবন্ধুর ছবি দিয়ে দেয়ালচিত্র বানানো হয়েছিল।

পরে যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- বাকলিয়া ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব সিদ্দিকী, বাকলিয়া ওয়ার্ডের ৪নং ইউনিট ছাত্রদলের সভাপতি এরফান, বাকলিয়া ওয়ার্ড যুবদল কর্মী নুরুল ইসলাম প্রকাশ মাসুম, চাঁন্দগাও থানা যুবদল কর্মী ইমন খান ও বাকলিয়া ওয়ার্ড যুবদল কর্মী মহিউদ্দিন হাসান ইমন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework