সাকিবকে সিইওর দায়িত্বে স্বাগত জানাল বিপিএল গর্ভনিং কাউন্সিল

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২৩ জানুয়ারী ০৬, ০৮:০৮ অপরাহ্ন

শুরু থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে অব্যবস্থাপনা শব্দটা জুড়ে গেছে। কদিন আগে এসব ব্যবস্থাপনা নিয়ে সাকিব আল হাসান বলেছিলেন, তাঁকে সিইওর দায়িত্ব দেওয়া হলে সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস সময় লাগবে। 

নবম আসরের প্রথম দিন আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের সেই কথার জবাব দিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। সাকিবকে দায়িত্বে নিতে স্বাগত জানিয়েছেন বিপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলেছেন, 'আমি প্রথমে সাকিবকে স্বাগত জানাই। ওকে ধন্যবাদও জানাই (মন্তব্যের জন্য)। ও যদি বিপিএলের সিইও হয়ে আসতে চায়, যেটা ও আগ্রহ প্রকাশ করেছে, আমরা গভর্নিং বোর্ড থেকে তাকে আসার জন্য স্বাগত জানাই।' 

সাকিব চাইলে বিপিএলের আগামী আসরেই তাঁকে প্রধান নির্বাহীর দায়িত্ব দিতে চায় বিপিএল গর্ভনিং কাউন্সিল। কীভাবে এত অল্প সময়ে সব পরিবর্তন করে দেবেন এমন প্রশ্নে সাকিব অনিল কাপুরের অভিনীত বলিউডের ‘নায়ক’ সিনেমার উদাহরণ টেনে বলেছিলেন, ‘“নায়ক” সিনেমা দেখেছেন না? এক দিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পারে।’ 

সেই সিনেমায় অনিল কাপুরকে এক দিনের জন্য মুখ্যমন্ত্রী বানানো হয়েছিল। এক দিনেই দুর্নীতির মূলোৎপাটন করেছিলেন শিবাজী রাও চরিত্রে অভিনয় করা এই বলিউড অভিনেতা। সাকিব যদি অনিল কাপুর হন সেই সিনেমার ভিলেন চরিত্রে অভিনয় করা অমলশ পুরি কে হবেন প্রশ্নে শেখ সোহেল বাস্তবতার পথে হাঁটলেন, 'সিনেমা দেখেই সব কিছুর বাস্তবতা হয় না। আমরা তাকে (সাকিব) ধন্যবাদ জানাই, সে সিইও হিসেবে আসতে চায়, আগামী বছর থেকে সে আসুক আমাদের সাহায্য করুক। আমরা এখনই তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু সে তো খেলোয়াড়, তাই সে এখন আসতে পারবে না, খেলোয়াড় না হয়ে আসুক।'


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework