সাকিব কেন স্টাম্পে লাথি দিয়েছিলেন?

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ আগস্ট ১৯, ০১:৩২ অপরাহ্ন

গত জুনের ১১ তারিখে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী বনাম মোহামেডান ম্যাচের ঘটনা। সাকিব আল হাসান এলবিডব্লুর জন্য জোরালো আবেদন করলেও আম্পায়ার আউট না দেয়ায় মুহূর্তেই অগ্নিশর্মা অতঃপর স্টাম্পে লাথি দেয়া।

এরপর আবারও একইরকম কাণ্ড। স্টাম্প তুলে আছাড় দেন মাঠে। কেন এসব করেছিলেন সাকিব? এর কারণ হিসেবে অনেকে অনেক মন্তব্য করেন। খবরের শিরোনাম হয়, ঘরোয়া লিগের নানা অনিয়মের প্রতিবাদ করেছেন সাকিব। তবে সাকিব জানিয়েছেন, ‘না’।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সাকিবকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “হিট অব দ্য মোমেন্ট’।

ডিপিএলের ওই ম্যাচে মোহামেডানের দেয়া ১৪৬ রানের রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল আবাহনী। নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহমান বিপর্যয় সামলাচ্ছিলেন।

মোহামেডানের যখন ৩ উইকেটে ২১ রান, তখন ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ওই ওভারের পঞ্চম বলটি মুশফিকুর রহীমের প্যাডে লাগে। সাকিব এলবিডব্লিউয়ের জন্য জোরালো আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। এসময় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে স্টাম্পে লাথি দিয়ে উইকেট ভেঙে ফেলেন।

এরপর ষষ্ঠ ওভারের পঞ্চম বলের পর বৃষ্টি শুরু হলে মাঠ কর্মীদের কাভার আনতে বলেন আম্পায়ার মাহফুজুর রহমান। সাকিব তখন আবার আম্পায়ারের দিকে এগিয়ে কিছুটা তর্কে জড়ান। এরপর হুট করেই তিনটি স্টাম্পই তুলে আছাড় মারেন মাটিতে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework