শেষ মুহূর্তের গোলে হারল মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ নভেম্বর ০৩, ০৫:১৮ অপরাহ্ন

প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে আটলান্টার বিপক্ষে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। যার ফলে মেজর লিগ সকারের কনফারেন্স সেমিফাইনালে ওঠার জন্য দুই দলের মধ্যকার তৃতীয় ম্যাচটি নির্ধারক হয়ে দাঁড়াল।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যায় লিওনেল মেসিরাই। ৪০ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষক ব্র্যাড গুজান গোল কিক নিতে গিয়ে বল তুলে দেন মায়ামির ফেদেরিকো রেডোন্ডোর পায়ে। রেডোন্ডোর পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন হেক্টোর মার্তিনেজ।

তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় আটালান্টা। ৫৮ মিনিটে দলটিকে সমতায় ফেরান ডেরিক উইলিয়ামস। ফ্রি-কিক থেকে বল পেয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন উইলিয়ামস। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অসাধারণ এক শটে আটলান্টাকে কাঙ্ক্ষিত জয় এনে দেন জান্দে সিলভা। এ জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আটলান্টা ইউনাইটেড।

ফ্লোরিডায় ইস্টার্ন কনফারেন্স প্লে-অফের তৃতীয় ম্যাচে ১০ নভেম্বর মুখোমুখি হবে দুই দল


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework