রহস্যময় উইকেটে দুপুরে মাঠে নামছে ভারত-বাংলাদেশ

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ ডিসেম্বর ০৪, ১১:২৯ পূর্বাহ্ন

সাত বছরের প্রতীক্ষার পালা শেষ। আবারো ভারত-বাংলাদেশ ওডিআই সিরিজের উত্তাপ। তিন-ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে রোববার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় মুখোমুখি হচ্ছে দু'দল।

এ সিরিজ দিয়ে বাংলাদেশের ১৫তম অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। ভারতকে হারিয়ে সিরিজটা স্মরণীয় করে রাখতে চান তিনি। যেখানে সিনিয়রদের মানছেন অনুপ্রেরণা। অন্যদিকে টাইগারদের সমীহ করলেও ইতিবাচক শুরুর প্রত্যাশা রোহিত শর্মার।

প্রায় ৪ মাস পর প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত লিটন দাস। র‌্যাংকিংয়ে ৪ নম্বরে থাকা কঠিন প্রতিপক্ষ ভারতকে কতটুকু চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তার দল?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক লিটন দাস বলেন, 'একজন খেলোয়াড় হিসেবে যেভাবে খেলি তার চেয়ে একটু বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে আর কী! অধিনায়ক হওয়ায় সবাইকে গাইড করতে হবে। ভারত সবসময়ই ভালো দল। তবে এটাও মনে রাখতে হবে, আমরা যখন দেশের মাটিতে খেলি তখন আমরা অনেক ভালো খেলি। আমাদের মেইন টার্গেট থাকবে আমরা যেন ম্যাচটা জিততে পারি।'     

তামিম না থাকলেও একাদশে তিন অভিজ্ঞ সাকিব-মুশফিক-রিয়াদ সাহস যোগাচ্ছে লিটনকে। আরও একদফা সুযোগ মিলতে পারে রাব্বির। শেষ পর্যন্ত একাদশে জায়গা নাও হতে পারে শান্তর। উইকেটের পেছনে ফিরতে পারেন মুশি।

লিটন দাস বলেন, 'খুব ভালো লাগছে আমার সঙ্গে মাঠে তিনজন অভিজ্ঞ খেলোয়াড় থাকবে। তাদের কাছে আমি যেকোনো সময় সাহায্য পাবো এটাই ভালো লাগার বিষয়।'

অন্যদিকে বিশ্রাম শেষে টিম ইন্ডিয়ার ডাগ আউটে ফেরা অধিনায়ক রোহিত শর্মা টাইগারদের নিয়ে বেশ সাবধানী। সাকিব-মুশফিক নয়, ইনফর্ম লিটনকে নিয়েও করা হচ্ছে আলাদা কাজ। বোলিং লাইনআপে ইনজুরি আক্রান্ত মোহাম্মদ শামিকে মিস করছে সফরকারীরা।

রোহিত শর্মা বলেন, 'গেলো ৬-৭ বছরে বাংলাদেশ দল আমূল বদলে গেছে। তাদের বিপক্ষে ম্যাচগুলো চ্যালেঞ্জিং হয়েছে এবং তারা আমাদের সহজে জিততে দেয়নি। বাংলাদেশের বিপক্ষে জিততে হলে আমাদের ভালো ক্রিকেটই খেলতে হবে।'

এ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৩৬ বারের দেখায় ৫ বার জয় আছে টাইগারদের। আরও একদফা ভারতকে হারিয়ে স্মিত এ হাসিটা আরও চওড়া করার লক্ষ্য টাইগার কাপ্তানের।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।
 

ভারতের ওয়ানডে স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাব পন্ত, ইশান কিশান, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework