যেমন হতে পারে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২৩ মার্চ ২০, ১২:৪২ অপরাহ্ন

ঘরের মাঠে শেষ ওয়ানডে সিরিজ ইংল্যান্ডের কাছে হারের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ। এরই মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি জিতে এগিয়ে আছে টাইগাররা। ফলে সোমবার (২০ মার্চ) দ্বিতীয় ম্যাচে জিতলে আবারও আরেকটি ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবে তামিমের দল।

সিরিজ নিশ্চিতের সম্ভাব্য এ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ, এক নজরে দেখে নেয়া যাক:

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১৮৩ রানের জয় পেয়েছিল লাল-সবুজের দল, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়। এবার আরও একটি জয় দিয়ে নিজেদের দখলে সিরিজ জেতার সুযোগ এসেছে। তবে এ যাত্রায় বাধা হতে পারে বেরসিক বৃষ্টি।

তবুও আশা নিয়ে মাঠে নামার অপেক্ষায় তামিম বাহিনী। এদিকে বৃষ্টি থেমে গেলে স্বল্প সময়ে মাঠ খেলার উপযোগী হয়ে যাবে বলে জানিয়েছে ভেন্যু কর্তৃপক্ষ। তাতে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশ দেখতেই পারে!

প্রথম ওয়ানডেতে চোটের কারণে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতেও তার খেলার সম্ভাবনা কম। চোখের আঘাত থেকে অনেকটা সেরে উঠলেও এখনও চোখের খানিকটা অংশে রক্ত জমে আছে মিরাজের। এ কারণে তাকে সানগ্লাস পরে থাকতে হচ্ছে সবসময়। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচে তাকে একাদশে রাখা হবে কি-না, তা নিশ্চিত নয়।

আবার বাংলাদেশ দলে তাইজুল ও নাসুমকে নিয়েও রয়েছে সংকট। দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ বোলিং কোচ নিশ্চিত করে কিছু জানাননি। তার পরিকল্পনায় দুজনই আছেন। আবার প্রথম ম্যাচে নাসুম খেলায়, দ্বিতীয় ম্যাচে তাইজুলকে পরখ করেও দেখতে পারে বাংলাদেশ। এছাড়া অন্য কোনো জায়গায় পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম ম্যাচে তিন ডিপার্টমেন্টেই বাংলাদেশ দারুণ পারফর্ম করায় এমনও হতে পারে একাদশে কোনো পরিবর্তনই আনা হবে না।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ 
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ/তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework