যুক্তরাষ্ট্রকে হারিয়ে রেকর্ড ১০ম গোল্ড কাপ জিতল মেক্সিকো

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জুলাই ০৭, ১২:২০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রকে পরাজিত করে কনকাকাফ গোল্ড কাপে রেকর্ড ১০ম শিরোপা নিজেদের করে নিয়েছে মেক্সিকো। এই জয়ের মাধ্যমে উত্তর আমেরিকার ফুটবল পরাশক্তি টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো।

রবিবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই মর্যাদার ফাইনাল ম্যাচ। মুখোমুখি হয় কনকাকাফ অঞ্চলের দুই সেরা দল—মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, মেক্সিকোর এটি ১০ম শিরোপা, আর যুক্তরাষ্ট্র এর আগে ৭ বার শিরোপা জিতেছে।

ম্যাচের শুরুতেই মেক্সিকো এগিয়ে যায়। সেবাস্তিয়ান বেরহাল্টারের নিখুঁত ফ্রি-কিকে দারুণ এক হেডে গোল করেন ডিফেন্ডার ক্রিস রিচার্ডস। বলটি ক্রসবারের নিচে লেগে গোললাইন পার করলেও শুরুতে রেফারি গোল দিতে দ্বিধায় ছিলেন। পরে ভিডিও সহায়তায় নিশ্চিত হয় গোল।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework