ম্যাচ হারার জন্য মুস্তাফিজকে দুষলেন পন্ত

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ এপ্রিল ১৭, ০১:১৩ অপরাহ্ন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমটা দুর্দান্ত কাটছিল মুস্তাফিজুর রহমানের। দিল্লির অন্যান্য বোলার যখন বেশ খরুচে, তখন অধিনায়ক রিশাভ পন্ত ও কোচ রিকি পন্টিংয়ের আস্থাভাজন হয়ে উঠেন কাটার মাস্টার। এমন সময়ই ঘটল অঘটন! শনিবার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অধিনায়কের চোখে যেন খলনায়ক বনে গেলেন এই বাঁহাতি।

এবারের আইপিএলে অনেক উইকেট না পেলেও দারুণ ইকোনমিতে বোলিং করছিলেন কাটার মাস্টার। আগের ৩ ম্যাচ খেলে ৩টি উইকেট পেয়েছেন তিনি। রান দিয়েছেন যথাক্রমে ২৩, ২৬ ও ২১।

কিন্তু শনিবার যেন সব সমীকরণ পাল্টে গেল। এদিন মুস্তাফিজের এক ওভারে দেওয়া ২৮ রানই তার দল দিল্লি ক্যাপিটালসকে হারের দিকে ঠেলে দিয়েছে। ম্যাচ শেষে অধিনায়ক ঋষভ পন্ত নিজেই বলেছেন সে কথা।


বল হাতে এদিন উইকেটশূন্য থাকার পাশাপাশি বেশ খরুচে ছিলেন টাইগার কাটার মাস্টার। ৪ ওভার বল করে তিনি দিয়েছেন ৪৮ রান। অবশ্য প্রথম কার্তিকের রোষানলে পড়ার আগে প্রথম তিন ওভারে ভালোই বল করে যাচ্ছিলেন ফিজ। প্রথম তিন ওভারে তিনি দিয়েছেন মাত্র ২০ রান। আর শেষ ওভারে কার্তিকের ঝড় তাকে বানিয়ে দিয়েছে দলের সবচেয়ে খরুচে বোলার। ওই ওভারের প্রতিটি বলেই বল সীমানাছাড়া করেন কার্তিক। এর মধ্যে দুটি ছিল ছক্কা।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরকার্ডে ১৮৯ রানের বড় সংগ্রহ জমা করতে সমর্থ হয়। জবাব দিতে নেমে ডেভিড ওয়ার্নারের ৬৬ রানের ইনিংসেও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান করতে সমর্থ হয় দিল্লি। ১৬ রানে হারে মুস্তাফিজরা।


ম্যাচ শেষে দিল্লির অধিনায়ক পন্ত বলেন, মুস্তাফিজের ওই ওভারই ম্যাচ বদলে দিয়েছে। আরেকটু পরিকল্পনা অনুযায়ী আমরা বল করতে পারতাম। কিন্তু শেষ দিকে দীনেশ কার্তিক আমাদের চাপে ফেলে দেয়। আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে।

চলতি আসরে পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই ক্যাপিটালস। ৫ ম্যাচে ২ জয়ে টেবিলের ৮ নম্বরে রয়েছে মুস্তাফিজের দিল্লি। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework