নন-পেনাল্টি গোলে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ সেপ্টেম্বর ১৯, ১২:৩৯ অপরাহ্ন

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। প্রত্যেক ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট রয়েছে তার।

এই ধারাবাহিকতা বজায় রেখেছেন গতকাল (১৮ সেপ্টেম্বর) রাতেও। নেইমারের পাস থেকে দারুণ এক গোল করে রেকর্ডও গড়েছেন তিনি।
রোববার রাতে অলিম্পিক লিঁওর বিপক্ষে মাঠে নেমে ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পান মেসি। এই গোলে ছাড়িয়ে যান পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নন-পেনাল্টি গোলে তার থেকে এগিয়ে গেলেন আর্জেন্টাইন সুপারস্টার। রোনালদোর পেনাল্টিবিহীন গোলসংখ্যা ৬৭১টি, আর মেসির ৬৭২টি। রোনালদোর চেয়ে ১৫০ ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

এদিন আরও একটি রেকর্ড গড়েন মেসি। ২০১৫-১৬ মৌসুম থেকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রথম ফুটবলার হিসেবে ১০০০ ড্রিবল সম্পন্ন করেন তিনি। মেসির এই রেকর্ডের রাতে লিগ টেবিলের শীর্ষেও উঠে পিএসজি। ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ২২ পয়েন্ট। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্শেই।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework