টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত, পেছাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ ফেব্রুয়ারী ২১, ০১:৫৪ অপরাহ্ন

ঘরের মাঠে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে চলে গেছে ভারত। এদিকে আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে বাংলাদেশের অবস্থান দশম।

ওয়েস্ট ইন্ডিজকে রোববার (২০ ফেব্রুয়ারি) ১৭ রানে হারিয়ে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক ভারত। এই জয়ের ফলে আগের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। এর আগে আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ইংল্যান্ড। তবে সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশিত আইসিসির নতুন র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে চলে গেছে ভারত।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ সিরিজ হারলেও এক ধাপ উন্নতি হয়েছে শ্রীলঙ্কার। তারা বাংলাদেশকে পেছনে ফেলে উঠে এসেছে নবম স্থানে। আর লঙ্কানদের এমনভাবে বিধ্বস্ত করেও র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ছয়ে।

এদিকে বাংলাদেশ নেমে গেছে দশে। এমনটা হওয়ারই কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নাজেহাল অবস্থা ছিল বাংলাদেশের। অপরদিকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ফলে র‍্যাঙ্কিংয়ে যে অবনতি হবে, তা বোঝাই যাচ্ছিল।

র‍্যাঙ্কিংয়ে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে যথাক্রমে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান আছে যথাক্রমে সাত ও আটে।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework