ওয়াগনারের অবসর নিয়ে একি বললেন রস টেলর

স্পোর্টস ডেস্
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মার্চ ০৫, ০৫:৩৬ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে একাদশে রাখা হবে না নেইল ওয়াগনারকে। নির্বাচকদের এমন সিদ্ধান্ত জানার পর অভিমানে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের পেসার ওয়াগনার।

গত ২৭ ফেব্রুয়ারি ওয়াগনারের এমন সিদ্ধান্ত নেওয়ার ৭ দিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর। ওয়াগনারের অবসরের সিদ্ধান্তকে ‘জোরপূর্বক’ বলে দাবি জানিয়েছেন তিনি।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনের পডকাস্ট অনুষ্ঠান অ্যারাউন্ড দ্য উইকেটকে দেওয়া একটি সাক্ষাৎকারে টেলর বলেন, ‘আমি মনে করি এখন সবকিছুই কিছুটা বোধগম্য। এতে লুকানোর কোনো কিছু নেই। আমি মনে করি, এটি একটি জোরপূর্বক অবসর। যদি আপনি ওয়াগনারের সংবাদ সম্মেলনের কথা শোনেন। সে অবসর নিচ্ছে, তবে এটি (অস্ট্রেলিয়ার বিপক্ষে) শেষ টেস্ট ম্যাচের পর। এর জন্য সে নিজেকে দলের নাগালের মধ্যে রেখেছেন।’

টেলর আরও বলেন, ‘এটি দেখার বিষয় যে, তাকে দলের জন্য নির্বাচিত করা হয়নি। আমার মনে হয়, ভবিষ্যতের জন্য আপনাকে পরিকল্পনা করতে হবে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি টেস্ট ম্যাচটি্ অবশ্যই জিততে হবে। আমি নেইল ওয়াগনারের চেয়ে বেশি কিছু দেখতে চাই না। আমি নিশ্চিত যে, সে (ওয়াগনার) দলে নেই দেখে অস্ট্রেলিয়ান ব্যাটাররা আরামে ঘুমাচ্ছে।’

টেলরের সঙ্গে সেই পডকাস্ট অনুষ্ঠানে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ওয়াগনার দলে না থাকার কারণেই অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ১৭২ রানের বড় জয় পেয়েছে বলে মনে করেন ফিঞ্চ।

ফিঞ্চ বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছিলাম না যে, নেইল ওয়াগনার একাদশে নেই। আমি সত্যিকার অর্থেই ভেবেছিলাম, সে নিশ্চয়ই ছোটখাটো কোনো একটা সমস্যার কারণে খেলতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি যে সাফল্য পেয়েছেন, বিশেষ করে স্টিভেন স্মিথের বিপক্ষে একটি সময় ধরে সেই দারুণ লড়াই করেছে। আপনি গ্যারান্টি দিতে পারেন যে, শেষ উইকেট জুটিটি (১০ম উইকেটে অস্ট্রেলিয়ার ১১৬ রানের জুটি) হতো না, যদি ওয়াগনার দলে থাকতো। কারণ, সে অন্তত জস হ্যাজলউডকে ভয় দেখাতে পারতো। হয়তো ক্যামেরন গ্রিনকেও লম্বা ইনিংস খেলা খেকে বিরত রাখতে পারতো সে। আমি মনে করেছি, এটা সত্যিই একটি কৌতুহলী সিদ্ধান্ত।’

নিউজিল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন ওয়াগনার। এসব ম্যাচে ২৭.৫৭ গড়ে মোট ২৬০ উইকেট শিকার করেন ৩৭ বছর বয়সী এই তারকার পেসার। কিউইদের টেস্ট তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড এটি।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework