অনেক ইতিহাসের সাক্ষী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচে ইতিহাস যাদের গড়া, সেই দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট আবার আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে।
আজ বিকাল ৪টায় সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। যে ম্যাচে জয় চাইবে দুটি দলই। কেননা নিজেদের প্রথম ম্যাচে দুটি দলই যে হেরেছে।
দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে ৫ উইকেটে হার মানে অস্ট্রেলিয়ার কাছে। আর ওয়েস্ট ইন্ডিজকে তো রীতিমতো উড়িয়ে দেয় ইংল্যান্ড। ৫৫ রানে অলআউট হয়ে লজ্জার মুখে পড়েন গেইল-পোলার্ডরা।
এই দুই দলের মুখোমুখি দেখায় এগিয়ে দক্ষিণ আফ্রিকা। উইন্ডিজের ৬ জয়ের বিপরীতে প্রোটিয়াদের জয় ৯ ম্যাচে। সেই সংখ্যাটাকেই আজ বাড়িয়ে নিতে চাইবে টেম্বা বাভুমার দল। তবে আসরের বর্তমান চ্যাম্পিয়নরাও আজকের ম্যাচ দিয়েই চাইবে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে।
দুবাইয়ে ম্যাচটি মাঠে গড়ানোর আগে চলুন দল দুটির কিছু পরিসংখ্যান একপলক দেখে নেয়া যাক:-
মোট ম্যাচ ১৫
দক্ষিণ আফ্রিকার জয় ৯
ওয়েস্ট ইন্ডিজের জয় ৬
ফলহীন ০
সর্বোচ্চ দলীয় সংগ্রহ
দক্ষিণ আফ্রিকা: ২৩১/৭, জোহানেসবার্গ ২০১৫
ওয়েস্ট ইন্ডিজ: ২৩৬/৬, জোহানেসবার্গ ২০১৫
সর্বনিম্ন দলীয় সংগ্রহ
দক্ষিণ আফ্রিকা: ১২০/৭, অ্যান্টিগা ২০১০
ওয়েস্ট ইন্ডিজ: ১১৯/৭, অ্যান্টিগা ২০১০
সর্বোচ্চ রান
দক্ষিণ আফ্রিকা: ৩০২, কুইন্টন ডি কক
ওয়েস্ট ইন্ডিজ: ৩৬৩, ক্রিস গেইল
সেরা ইনিংস
দক্ষিণ আফ্রিকা: ১১৯, ফ্যাফ ডু প্লেসি
স্কটল্যান্ড: ১১৭, ক্রিস গেইল
সর্বোচ্চ উইকেট
দক্ষিণ আফ্রিকা: ১২, জেরম টেইলর
ওয়েস্ট ইন্ডিজ: ১৫, ডোয়েইন ব্রাভো
সেরা বোলিং ফিগার
দক্ষিণ আফ্রিকা: ৫/১৯ রায়ান ম্যাকলারেন
ওয়েস্ট ইন্ডিজ: ৪/১৯ ডোয়েইন ব্রাভো