আর এক ম্যাচ জিতলে যেভাবে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ নভেম্বর ০১, ০১:৪৭ অপরাহ্ন

টাইগারদের ক্ষীণ সম্ভাবনা রয়েছে এক ম্যাচে জয়ের দেখা পেলেও সেমিফাইনালে খেলার। পথটা মোটেও মসৃণ নয়। সমীকরণের কঠিন মারপ্যাঁচ রয়েছে এখানে। সে ক্ষেত্রে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ সময়ের লড়াইটা জমে উঠেছে। প্রায় সব দলের তিনটি করে খেলা হয়ে গেলেও এখনও আনুষ্ঠানিকভাবে সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি কোনো দলই। বরং সমীকরণের জটিল মারপ্যাঁচে শেষ দিকের লড়াইটা জমিয়ে তুলেছে দলগুলো।

তিন ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে দুই ম্যাচে। ৪ পয়েন্ট ও -১.৫৩৩ রান রেটে অবস্থান করছে টেবিলের তিন নম্বর দল হিসেবে। বাংলাদেশের গ্রুপের শীর্ষ দুই দল হিসেবে সেমিতে খেলাটা অনেকটাই নিশ্চিত হয়ে রয়েছে ভারত ও সাউথ আফ্রিকার।

কিন্তু নেদারল্যান্ডস ছাড়া বাকিদের এখনও সম্ভাবনা রয়েছে সেমিফাইনালে খেলার।

বাংলাদেশের সামনের দুই ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। টাইগারদের সেমিতে খেলার জন্য এই দুই ম্যাচের দুইটিতেই জয় বাগিয়ে নেওয়া ছাড়া আর পথ খোলা নেই।

তবে টাইগারদের ক্ষীণ সম্ভাবনা রয়েছে এক ম্যাচে জয়ের দেখা পেলেও সেমিফাইনালে খেলার। পথটা মোটেও মসৃণ নয়। সমীকরণের কঠিন মারপ্যাঁচ রয়েছে এখানে। সে ক্ষেত্রে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে।

রোহিত শর্মার দল যদি জিম্বাবুয়ের বিপক্ষে জেতে আর বাংলাদেশের কাছে হারে, তাহলে রান রেট বিবেচনায় শেষ চারে চলে যাবে বাংলাদেশ। সে ক্ষেত্রে সেমিতে টাইগাররা উঠবে সাউথ আফ্রিকাকে সঙ্গে নিয়ে।

যদি কোনো কারণে ভারতের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি হয় সে ক্ষেত্রে কিছুটা পিছিয়ে যাবে বাংলাদেশ। তখন পাকিস্তানের বিপক্ষে জয় ভিন্ন আর রাস্তা খোলা থাকবে না সাকিব আল হাসানদের সামনে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework