আইপিএলের নতুন দুই দল আহমেদাবাদ ও লখনৌ

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ অক্টোবর ২৬, ১২:১৫ অপরাহ্ন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সংযোজন ঘটলো নতুন দুই দলের। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লিগের আগামী আসরে ৮ দল নয়, খেলবে ১০ দল।

সোমবার নতুন দুই দলের নাম ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ।  এই নতুন দুই দল হলো- আহমেদাবাদ ও লখনৌ। দুই দলের মোট মূল্য ১২ হাজার কোটি রুপি।

দুই দলের মালিকানা কিনতে নিলামে অংশ নিয়েছিল ভারতের আদানি গ্রুপ থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার পরিবারের মতো নামকরা ২২টি প্রতিষ্ঠান। কিন্তু শেষ পর্যন্ত নিলামে বিশাল অঙ্কের দর হেঁকে বাজিমাত করে আরপিএসজি গ্রুপ এবং আন্তর্জাতিক সংস্থা সিভিসি ক্যাপিটালস।  

লখনৌয়ের মালিকানা পেতে আরপিএসজি গ্রুপের ব্যয় ৭ হাজার ৯০ কোটি রুপি। আরপিএসজি গ্রুপের মালিক সঞ্জিব গোয়েঙ্কা এর আগে আইপিএলের সাবেক দল রাইজিং পুনে সুপারজায়ান্টের মালিক ছিলেন। ২০১৬ ও ২০১৭ সালে খেলেছে দলটি এবং দ্বিতীয় আসরে ফাইনালেও উঠেছিল।  

অন্যদিকে ৫ হাজার ৬২৫ কোটি রুপিতে আহমেদাবাদের মালিকানা পেয়েছে সিভিসি ক্যাপিটালস। এই দুই দলের ভিত্তিমূল্য ছিল ২ হাজার কোটি রুপি।  

২০০৮ সাল থেকে আট দলের অংশগ্রহণে শুরু হয় আইপিএল। তবে ২০১১ আসর হয় ১০ দল নিয়ে। কিন্তু পরের দুই বছর দলের সংখ্যা নেমে আসে ৯-এ। এরপরের আসরগুলো ছিল ৮ দলের। তবে এরপরের আসর থেকে দেখা যাবে ১০ দল। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework