ম্যাচে গোলের দেখা পাননি মেসি। তবে আর্জেন্টাইন তারকা মায়ামির দুই গোলেই রেখেছেন অবদান। ম্যাচের ৩৯তম মিনিটে প্রথম গোলের দেখা পায় মায়ামি। গোলটি আসে টেলরের কাছ থেকে। মেসির পাস থেকেই গোল করেন তিনি।
দ্বিতীয় গোলেও মেসি রেখেছেন অবদান। মায়ামির দ্বিতীয় গোলটি আসে বিরতির পর ৮৩ তম মিনিটে । মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে যান ডি-বক্সের কাছাকাছি। সেখান থেকে পাস দেন লুইস সুয়ারেজকে। সুয়ারেজ খুঁজে নেন গোমেজকে। প্যারাগুয়ের এই মিডফিল্ডারের বাকি কাজটা সারতে মোটেও ভুল করেননি। প্যারাগুয়ের মিডফিল্ডার নিখুঁত ফিনিশিংয়ে নিশ্চিত করেন দলের জয়।
মেসি এদিন গোলের দেখা পেয়েও যেতে পারতেন। ১৬তম মিনিটে তার দারুণ এক ফ্রি কিক আটকে দেন সল্ট লেকের ডিফেন্ডার।
এই ম্যাচটা বার্সেলোনার চার ফুটবলারের জন্য মিলনমেলাও ছিল। আগে থেকেই মায়ামিতে ছিলেন মেসি, সার্জিও বুসকেটস, ও জর্ডি আলবা। চলতি মৌসুমে দলটিতে যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ। প্রীতি ম্যাচ গুলোতে একসাথে মাঠে নামলেও প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই ছিল তাদের একসাথে প্রথম ম্যাচ। একসাথে মাঠে নেমে তারা সেটা জয় দিয়েই রাঙিয়েছে।