চীনের দরজা বন্ধ হলেও আর্জেন্টিনার জন্য যুক্তরাষ্ট্রে দরজা খোলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৪, ০৫:৪৮ অপরাহ্ন

হংকংযের স্থানীয় ক্লাবের বিপক্ষে ইন্টার মিয়ামির হয়ে লিওনেল মেসির খেলার কথা থাকলেও ওই ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে নামেননি তিনি। যা নিয়ে বইছিল সমালোচনার ঝড়। তারই প্রতিক্রিয়ার আর্জেন্টিনার দুটি ফ্রেন্ডলি ম্যাচ বাতিল করে দিয়েছে চীন।

কোপা আমেরিকা শুরুর আগে মার্চের ১৮ থেকে ২৬ তারিখের মধ্যে ম্যাচ দুটি হওয়ার কথা ছিল। এর মধ্যে আর্জেন্টিনার প্রথম ম্যাচ নাইজেরিয়ার বিপক্ষে হ্যাংজুতে, আরেকটি আইভরি কোস্টের বিপক্ষে বেইজিংয়ে নির্ধারণ করা হয়েছিল।

চীনে আর্জেন্টিনার বাতিল হওয়া ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন শিডিউল অনুসারে, আগামী ২২ মার্চ এল সালভেদরের বিপক্ষে ফিলাডেলপিয়ায় একটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর ৪ দিন পর নাইজেরিয়ার বিপক্ষে লস অ্যাঞ্জেলসে আরেকটি ম্যাচ খেলবে মেসির দল।

কোপা আমেরিকাতে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কানাডা অথবা ক্রিনিদাদ ও টোবাকোর বিপক্ষে। ২০ জুন যুক্তরাষ্ট্রের আটলান্টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর ৫ দিন পর নিউজার্সিতে দ্বিতীয় ম্যাচে মেসিরা মোকাবেলা করবে চিলির। আর্জেন্টিনার পরের ম্যাচ ফ্লোরিডায় ২৯ জুনে পেরুর বিপক্ষে।

এদিকে হংকংয়ে ইনজুরির কারণে মেসি খেলতে পারেননি বলে জানায় মিয়ামি কর্তৃপক্ষ। একই কারণে খেলতে পারেননি লুইস সুয়ারেজও। দুই তারকাকে খেলাতে না পেরে অবশ্য পরে ক্ষমা চেয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework