জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে চমেক ছাত্রলীগ।
বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর পছন্দের বকুল ফুলের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান।
এসময় উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুযত পাল, রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুভাষ মজুমদার, চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় ঘোষ।
আরও উপস্থিত ছিলেন চমেক ছাত্রলীগ সভাপতি ডা. হাবিবুর রহমান, চমেক ছাত্র সংসদের ভিপি ডা. এম এ আউয়াল রাফি, চমেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম শিমুল, চমেক ছাত্র সংসদের জিএস প্রীতম কুমার সাহা, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন এর আহ্বায়ক ডা. ওসমান ফরহাদ, সদস্য সচিব ডা. তাজওয়ার রহমান অয়ন সহ চমেক ছাত্রলীগ, চমেকসু ও আইডিএ নেতারা।