ঢাকা , সোমবার, ২০২৪ Jun ২৪, ১০ আষাঢ় ১৪৩১
#

আরও

ফ্রান্সকে রুখে দিল কানাডা


প্রকাশিত : সোমবার, ২০২৪ Jun ১০, ০৩:১৬ অপরাহ্ন
#

রোববার রাতের এই ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণে ইতালি আধিপত্য করলেও, প্রথম ২০ মিনিটের চিত্র ছিল কিছুটা ভিন্ন। শুরুর ওই সময়ে গোলের জন্য তুলনায় বেশি শট নেয় বসনিয়া।

একটু একটু করে চাপ বাড়ানো ইতালি ৩৮তম মিনিটে পায় জালের দেখা। ফেদেরিকো চিয়েসার ক্রস বক্সে পেয়ে ডান পায়ের উঁচু শটে গোলটি করেন ইন্টার মিলান মিডফিল্ডার ফ্রাত্তেসি।

বিরতির পর দুই দলের খেলাতেই গতি ছিল কম। আক্রমণে অবশ্য ঠিকই আধিপত্য ধরে রাখে ইতালিয়ানরা। দারুণ কয়েকটি সুযোগও তৈরি করে তারা, কিন্তু শেষটায় বারবার গড়বড় করে ফেলে দলটি।


জার্মানিতে আগামী ১৪ জুন শুরু হবে এবারের ইউরো। গতবার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ইতালি এবার কঠিন গ্রুপে পড়েছে; ‘বি’ গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।

আসর শুরুর পরদিন আলবেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ইতালি।

 

 


টেনিস: ফরাসি ওপেন

জেভেরেভের স্বপ্ন গুঁড়িয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন আলকারাস

এই নিয়ে দুবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে শিরোপা অধরাই রয়ে গেল জার্মান তারকা আলেক্সান্ডার জেভেরেভের।

কয়েক দফায় পাল্টাল ম্যাচের মোড়। শক্ত চ্যালেঞ্জ জানালেন আলেক্সান্ডার জেভেরেভ। তবে পিছিয়ে পড়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন কার্লোস আলকারাস। শেষ দ্ইু সেটে দাপুটে পারফরম্যান্সে, প্রতিপক্ষের স্বপ্ন ভেঙে ফরাসি ওপেনের শিরোপা জিতলেন স্প্যানিশ তারকা।

পুরুষ এককের ফাইনালে রোববার শুরুটা দারুণ হয় আলকারাসের। বেশ সহজেই জেতেন প্রথম সেট। এরপরই জেভেরেভের ঘুরে দাঁড়ানোর পালা। পরপর দুই সেট জিতে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন জোরাল করেন তিনি। কিন্তু, পরে আর ছন্দ ধরে রাখতে পারেননি জার্মান তারকা।চার ঘণ্টা ১৯ মিনিটের পাঁচ সেটের লড়াইয়ে ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১, ৬-১ গেমে জিতে প্রথমবারের মতো এই ট্রফি উঁচিয়ে ধরেন আলকারাস।

তৃতীয় সেটে এক পর্যায়ে ৫-২ গেমে এগিয়ে ছিলেন আলকারাস। সেখান থেকে টাইব্রেকারে টেনে নিয়ে এক ঘণ্টা ৫ মিনিটে সেটটি জিতে এগিয়ে যান জেভেরেভ। জোরাল হয় ২৭ বছর বয়সী এই তারকার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সম্ভাবনা।

কিন্তু, সেখান থেকে অভাবনীয়ভাবে পথ হারিয়ে ফেলেন চতুর্থ বাছাই জেভেরেভ। পরের দুই সেটে একের পর এক তার সার্ভিক ব্রেক করে ক্যারিয়ারে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয় করেন আলকারাস। ২১ বছর বয়সী তারকা আগের দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ২০২২ ইউএস ওপেন ও ২০২৩ উইম্বলডনে।


ক্লে কোর্টের এই শিরোপা জয়ের সঙ্গে সবচেয়ে কম বয়সে তিন ধরনের কোর্টের সবকটিতেই গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়লেন তৃতীয় বাছাই আলকারাস।

স্পেনের মুরিসিয়ায় জন্ম আলকারাসের। সেখানে ক্লে কোর্টে খেলেই বেড়ে উঠেছেন তিনি, দেখেছেন ফরাসি ওপেন জয়ের

স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন এবার সত্যি হলো। ফোরহ্যান্ড শটে ম্যাচ পয়েন্ট নিশ্চিত হওয়া মাত্রই এখানে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের উদযাপনের মতো কোর্টে পিঠ দিয়ে শুয়ে পড়েন আলকারাস।পরে তার কথায়ও মিশে রইল এতদিনের স্বপ্ন সত্যি হওয়ার উচ্ছ্বাস।“আমি টেলিভিশনে এই টুর্নামেন্ট দেখতাম আর এখন এই ট্রফি ধরে আছি।”

অন্যদিকে, এই নিয়ে দুবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে শিরোপা অধরাই রয়ে গেল জেভেরেভের। এর আগে ২০২০ সালের ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন তিনি, সেবারও পাঁচ সেটের লড়াইয়ে হেরে গিয়েছিলেন ডমিনিক টিমের বিপক্ষে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video