“আগুন নিয়ে খেলছে ভারত”—হিনা রব্বানি খারের কড়া মন্তব্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ মে ০৭, ০৩:৪৮ অপরাহ্ন

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলাকে ‘আগুন নিয়ে খেলা’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, ভারতের এই হামলা ছিল অপ্ররোচিত, অপ্রমাণিত এবং স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনবিরোধী। তিনি আরও বলেন, একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে এমন ধরনের আগ্রাসন বিশ্ব শান্তির জন্য অত্যন্ত বিপজ্জনক।

সাক্ষাৎকারে হিনা রব্বানি খার বলেন, “ভারত নিজেকে এখন বিচারক ও ফাঁসিদাতা ভাবছে। তারা যদি ভাবে পারমাণবিক রাষ্ট্রে ক্ষেপণাস্ত্র ছুড়ে পার পেয়ে যাবে, তবে তারা ভুল করছে।”

তিনি দাবি করেন, পাকিস্তান বহুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের আক্রমণাত্মক অবস্থান সম্পর্কে সতর্ক করেছে।

বর্তমানে হিনা রব্বানি খার কাতারের দোহা বিমানবন্দরে আটকে আছেন। ভারত-পাকিস্তান উত্তেজনার পর বাতিল হওয়া ফ্লাইটগুলোর কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, “এটি পুরোপুরি ভারত সৃষ্ট জটিলতা। আন্তর্জাতিক পরিসরে এর দায়ভার তাদেরই নিতে হবে।”


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework