‘আমেরিকা পার্টি’ নিয়ে ট্রাম্প বললেন: হাস্যকর ধারণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জুলাই ০৭, ০৩:১৭ অপরাহ্ন

ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের উদ্যোগকে কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৬ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমার কাছে তৃতীয় কোনো দলের ধারণা হাস্যকর। মার্কিন রাজনীতি সবসময় দুই দলের মাধ্যমে পরিচালিত হয়েছে, আর তৃতীয় দল কেবল বিভ্রান্তি সৃষ্টি করবে।”

কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দেওয়ার পর গতকালই মাস্ক এক্স প্ল্যাটফর্মে জানিয়েছেন, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন দল গঠন করেছেন, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ‘একীভূত দল’ এর বিরুদ্ধে লড়াই করবে।

ট্রাম্প ও মাস্ক একসময় ঘনিষ্ঠ মিত্র ছিলেন। টেসলার প্রধান মাস্ক দেশের সরকারি দক্ষতা বিভাগের দায়িত্বও পালন করেছেন, যেখানে তার কাজ ছিল ফেডারেল ব্যয় কমানো। মাস্ক বারবার এমন সরকারি নীতির সমালোচনা করেছেন যা মার্কিন জাতীয় ঋণ বৃদ্ধিতে সহায়ক বলে মনে করেন।

ট্রাম্প আরও বলেন, নতুন দল ভবিষ্যতে প্রেসিডেন্ট প্রার্থী সমর্থন দিতে পারে, তবে আগামী ১২ মাসের লক্ষ্য হবে হাউস ও সিনেটে প্রভাব বিস্তার করা।

এর আগে ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’ প্ল্যাটফর্মে লিখেছেন, “গত পাঁচ সপ্তাহ ধরে ইলন মাস্ককে সম্পূর্ণ পথভ্রষ্ট হতে দেখে আমি দুঃখিত।”


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework