সৌদিতে শাওয়ালের চাঁদ দেখা গেছে, ঈদ শুক্রবার


প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ এপ্রিল ২০, ১০:২৭ অপরাহ্ন

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে। 

 

 

বৃহস্পতিবার তামিরে ঈদের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে আরব নিউজ ও সৌদি গেজেট। ফলে শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ। 

 

 

তবে বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার ঈদ উযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্তত আটটি দেশ। এদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন।

 

 

এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই, এমন কথা জানিয়েছিলেন ১৩টি আরব দেশের ২৫ জন জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ।

 

 

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

বাংলাদেশে ঈদ কবে হবে, সেই সিদ্ধান্ত নিতে শুক্রবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। 

 

 

শুক্রবার যদি বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়, তাহলে রমজান মাস ২৯ দিনে শেষ হয়ে ঈদ হবে শনিবার। আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে ঈদ হবে রোববার। 

 

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework