সুদানে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ সেপ্টেম্বর ২১, ০৩:২৮ অপরাহ্ন

সুদানে একটি অভ্যুত্থান চেষ্টা ‘ব্যর্থ’ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ষড়যন্ত্রকারীদের শনাক্ত করা হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোরে অভ্যুত্থান চেষ্টাকে ব্যর্থ করা হয়েছে। অভ্যুত্থান ঠেকাতে জনগণকে এর মোকাবিলা করতে হবে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
 
দেশটির শাসক পরিষদের একজন সদস্য রয়টার্সকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
 
শাসকদলের এক মুখপাত্র মোহাম্মদ আল ফাকি সুলেমান জানিয়েছেন, সোমবারের অভ্যুত্থানের এ অপচেষ্টায় জড়িত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার কথা ছিল এবং সামরিক বাহিনী শিগগিরই একটি বিবৃতি দেবে।
 
তিনি সব সুদানিকে দেশরক্ষার জন্য লড়াই করার আহ্বান জানিয়েছেন। এক ফেসবুক মন্তব্যে তিনি বলেন, তোমরা দেশ রক্ষায় লড় ও ষড়যন্ত্রকারীদের রুখে দাও।
 
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র এএফপিকে জানিয়েছে, অভ্যুত্থানকারীরা রাজধানী খারতুম থেকে নীল নদের ওপারে ওমদুরমানে রাষ্ট্রীয় রেডিওর নিয়ন্ত্রণ নেওয়ার অপচেষ্টায় জড়িত ছিল।
 
একটি সরকারি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, সাঁজোয়া যান নিয়ে অভ্যুত্থানের অপ্রচেষ্টাটি ওয়াদি সিডনা এবং ওমদুরমান অঞ্চল থেকে করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework