সুইজারল্যান্ড বাতিল করল ভারতের ‘মোস্ট ফেভারড নেশন’ মর্যাদা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ১৪, ০৪:১৯ অপরাহ্ন

ইউরোপের দেশ সুইজারল্যান্ড ভারতকে দেওয়া ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) মর্যাদা বাতিল করেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) এ খবরটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে।

সুইজারল্যান্ডের এই সিদ্ধান্ত ভারতের রপ্তানি পণ্য এবং দুই দেশের মধ্যকার বিনিয়োগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে, এমএফএন স্ট্যাটাস বাতিলের ফলে সুইজারল্যান্ডে ভারতীয় কোম্পানিগুলোর উপর করের হার বাড়ানো হতে পারে। এর ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন সংকটে পড়তে পারে।

সুইস অর্থ বিভাগের এক বিবৃতি অনুযায়ী, গত ১১ ডিসেম্বর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ভারতের সুপ্রিম কোর্টের এক রায় অনুসারে, দ্বৈত কর নিরসন চুক্তি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। ফলে ভারত কর ছাড় না দেওয়ায় সুইজারল্যান্ড তাদের অবস্থান কঠোর করেছে।

এমএফএন নীতির আওতায় তৃতীয় পক্ষের সঙ্গে স্বাক্ষরিত কর চুক্তির বিশেষ সুবিধা সুইজারল্যান্ড ও ভারতের সম্পর্কেও প্রযোজ্য হওয়ার কথা ছিল। তবে কলম্বিয়া ও লিথুয়ানিয়া ওইসিডি-তে যোগ দেওয়ায় এবং কম হারে কর চুক্তি থাকায় ভারত-সুইজারল্যান্ড সম্পর্কের উপর এর প্রভাব পড়েছে।

২০২১ সালে সুইজারল্যান্ডে ভারতীয় কোম্পানিগুলোর জন্য উৎসে কর হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল। কিন্তু এমএফএন বাতিলের ফলে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ হার পুনরায় ১০ শতাংশে উন্নীত হবে।

বিশ্লেষক সন্দীপ ঝুনঝুনওয়ালা জানান, সুইজারল্যান্ডের এই পদক্ষেপ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। এতে সুইজারল্যান্ডে কর্মরত ভারতীয় সংস্থাগুলোর করের দায় আরও বাড়বে এবং আন্তর্জাতিক কর চুক্তিগুলোর জটিলতাও বৃদ্ধি পাবে।

বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, এমএফএন মর্যাদা পাওয়া দেশগুলোকে বাণিজ্য ও শুল্ক নীতিতে বিশেষ সুবিধা দেওয়া হয়। এতদিন সুইজারল্যান্ড ভারতকে এ সুবিধা প্রদান করে আসছিল।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework