সাবেক প্রেমিকার বিয়েতে বোমা ‘উপহার’, বিস্ফোরণে বরসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২৩ এপ্রিল ০৫, ০২:৫১ অপরাহ্ন

বিয়েতে উপহার হিসেবে হোম থিয়েটার (মিউজিক সিস্টেম) পেয়েছিলেন এক যুবক। কিন্তু বিদ্যুৎ সংযোগ দিতেই বিস্ফোরিত হয় সেটি, ঘটনাস্থলেই নিহত হন সদ্য বিবাহিত এক যুবক। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার বড় ভাইয়েরও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার (০৩ এপ্রিল) ভারতের ছত্তিশগড়ের কবিরধাম জেলায় ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম হেমেন্দ্র মেরাভি (২২) আর তার ভাইয়ের নাম রাজকুমার (৩০)। 

এছাড়া হোম থিয়েটার বিস্ফোরণে ঘরের দেয়াল ও ছাদ ধসে পড়ে এক শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন। 


 পুলিশ জানায়, গেল ১ এপ্রিল ললিতা নামের এক তরুণীকে বিয়ে করেন হেমেন্দ্র। তদন্তে জানা যায়, হোম থিয়েটারটির ভেতরে বিস্ফোরক ছিল। এ কারণেই বৈদ্যুতিক সংযোগ দিতেই বিস্ফোরণ ঘটে। পরে বিয়েতে পাওয়া উপহারের তালিকা খতিয়ে দেখা যায়, হোম থিয়েটারটি উপহার হিসেবে দিয়েছিলেন কনের সাবেক প্রেমিক সঞ্জু মারকাম। 

সঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ। কবিরধামের অতিরিক্ত পুলিশ সুপার মনীষা ঠাকুর বলেন, গ্রেফতারের পর সন্দেহভাজন ব্যক্তি জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছেন। জানিয়েছেন, তার সাবেক প্রেমিকা বিয়ে করায় তিনি ক্ষুব্ধ হয়ে হোম থিয়েটারের ভেতর বিস্ফোরক বসিয়ে উপহার হিসেবে দিয়েছিলেন। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework