সংযুক্ত আরব আমিরাতে বেতাগী আনজুমানে রহমানিয়া শারজাহ্ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ ওসমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ২৩, ১২:৪২ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে জাজিরাত ইয়াস অটো ইলেকট্রনিক অ্যান্ড ওয়ার্কশপে বেতাগী আনজুমানে রহমানিয়া শারজাহ্ শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শারজাহ্ শাখার অর্থ সম্পাদক সৈয়দ মুহাম্মাদ আসলাম উদ্দিনের উপস্থাপনায় এবং শাখার সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার গোলামুর রহমান (মঞ্জুর) এর সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দরবারে বেতাগী আস্তানা শরীফের মেঝ শাহাজাদা হযরত মাওলানা জিয়াউর রহমান আবু শাহ্ (মাঃজিঃআঃ)। এছাড়াও শারজাহ্ শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ হাবিব উল্লাহ, সহ-সভাপতি মুহাম্মদ ফারুক, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান মেহমান তার বক্তব্যে বলেন, সিয়াম সাধনার মাধ্যমে যে আত্মশুদ্ধি অর্জিত হয়, সেটাকে ধরে রাখাই প্রকৃত মুমিনের কাজ এবং সফলতার মাপকাঠি। পাশাপাশি তিনি বিশুদ্ধ নিয়তে পীর মুরশিদের অনুসরণ করার নির্দেশনা প্রদান করেন।

আলোচনা শেষে মিলাদ কিয়াম, খতমে খাজেগান শরীফ এবং বেতাগী আনজুমানে রহমানিয়া শারজাহ্ শাখার প্রধান উপদেষ্টা মরহুম আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম চৌধুরীর মাগফিরাত কামনা করা হয়। শোকাহত পরিবারের জন্য দোয়া করা হয় এবং সমগ্র উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework