শান্তি আলোচনার পরও ইউক্রেনে হামলা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ এপ্রিল ০২, ১০:৪৯ পূর্বাহ্ন

কয়েক দফা শান্তি আলোচনার পরও ইউক্রেনে অব্যাহত রয়েছে রুশ হামলা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, শুক্রবার (১ এপ্রিল) ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ওডেসার বেসামরিক এলাকায় কমপক্ষে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের দাবি, ক্রিমিয়া থেকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে হামলায় কোনো হতাহতের বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

এদিকে রেড ক্রস জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের মারিউপোল শহরে রুশ হামলা অব্যাহত থাকায় শহরটি থেকে সীমিত সংখ্যক বেসামরিক নাগরিককে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। আর এদিন পুরো ইউক্রেনে মাত্র ছয় হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এ পর্যন্ত সব মিলিয়ে ৪০ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশগুলোতে। যা ইউক্রেনের মোট জনসংখ্যার ১০ শতাংশ।

একদিকে যেমন রুশ সেনারা অভিযান অব্যাহত রেখেছে অন্যদিকে পুনরায় ইউক্রেনের বিভিন্ন শহরের দখল ফিরে পাওয়ার দাবি করছে কিয়েভ। শুক্রবার কিয়েভের কাছের একটি শহর বুচার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি করেছেন শহরটির মেয়র।

অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেনে রাসায়নিক হামলা চালানোর আশঙ্কায় দেশটিতে প্রতিরক্ষামূলক সরঞ্জাম পাঠানো হচ্ছে। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি।

ইউক্রেনে চলমান রুশ সেনা অভিযানের মুখে কিয়েভ সফর করেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রধান রবার্তা মেটসোলা। এ সময় তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে ইউক্রেনের বিভিন্ন এলাকা থেকে রুশ সেনারা সরতে শুরু করেছে বলে দাবি করেছে মস্কো। তাদের এমন দাবির পর শুক্রবার নতুন স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার। এতে দেখা যায়, ইউক্রেনের আন্তোনভ বিমানবন্দর থেকে সেনা সরঞ্জাম ও সামরিক যান সরিয়ে নেওয়া হয়েছে। যদিও ন্যাটো দাবি করেছে, সেনা সরিয়ে নিচ্ছে না রাশিয়া। এক জায়গার সেনা অন্য জায়গায় নিয়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করছে তারা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework