শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ জানুয়ারী ০৮, ১১:৩৯ পূর্বাহ্ন

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে শনিবার ভোরে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
মার্কিন ভূমিকম্পবিদরা জানিয়েছেন ভূমিকম্পের কেন্দ্রস্থল জিনিং শহরের প্রায়  ১৪০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে।
 
 ইউএসজিএস জানিয়েছে, প্রায় ২৫ মিনিট পরে একটি পাঁচ দশমিক এক-মাত্রার আফটারশক হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের মাত্রা ছিল ৬.৯।
 
ইউএসজিএস জানিয়েছে, 'মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম' তবে তারা আরও যোগ করে যে 'উল্লেখযোগ্য ক্ষতি' হওয়ার সম্ভাবনা ছিল।
 
এদিকে মার্কিন সংস্থা সতর্ক করেছে যে এই অঞ্চলের জনগণ এমন আবাসনে বাস করে যেগুলি ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে কিছু 'ভূমিকম্প প্রতিরোধী আবাসন রয়েছে।'।
 
কম জনবহুল এই প্রদেশটি তিব্বত মালভূমি জুড়ে বিস্তৃত। ২০১০ সালে, কিংহাইতে একটি দশমিক ৯-মাত্রার ভূমিকম্পে ৩ হাজার মানুষ মারা নিহত হয়েছিল। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework