রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ এপ্রিল ২৫, ০৭:৪৩ অপরাহ্ন

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরু করেছে। আমেরিকান কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। (খবর বিবিসির)

এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের আগের সহায়তা প্যাকেজের অংশ, যা চলতি মাসেই ইউক্রেনে পৌঁছেছে। কর্মকর্তারা বলেছেন যে, ইউক্রেনের অপারেশনাল নিরাপত্তা বজায় রাখতে তা প্রকাশ্যে ঘোষণা করা হয়নি।

অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ান লক্ষ্যবস্তুগুলোতে অন্তত একবার এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। কিয়েভে যুক্তরাষ্ট্রের আরও সামরিক সহায়তা যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্যাকেজে অনুমোদন দিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের সইয়ের পর শিগগিরই আমেরিকান আরও অস্ত্র দেশটিতে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেন, ইতোমধ্যে ইউক্রেনে গোপনেই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের (এটিএসিএমএস) দূরপাল্লার সংস্করণ।

এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মধ্যমপাল্লার এটিএসিএমএস সরবরাহ করেছিল। তবে সামরিক বাহিনীর সঙ্গে বোঝাপড়া নিয়ে উদ্বেগের কারণে আরও শক্তিশালী কোনো অস্ত্র সরবরাহ আটকে দিয়েছিল।  


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework