যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দিল সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২৩ Jun ০৪, ০৫:১৩ অপরাহ্ন

সাধারণত বলা হয় যৌনতা একটি শিল্প। কিন্তু ইউরোপের দেশ সুইডেন এবার যৌনতাকে একটি খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশটিতে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ।

এনডিটিভি জানায়, আগামী ৮ জুন থেকে প্রথম ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করে ইতিহাস গড়ার প্রস্তুতি নিচ্ছে সুইডেন।

চ্যাম্পিয়নশিপটি সুইডিশ সেক্স ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হবে। জানা যায়, প্রতিযোগিতাটি কয়েক সপ্তাহ ধরে চলবে। প্রতিযোগীদের প্রতিদিন ছয় ঘণ্টা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। ইউরোপের যেকোন দেশের যে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

জনসাধারণ এবং জুরি বোর্ড দ্বারা নির্বাচিত হবে বিজয়ী। এতে দর্শকের ভোটে ৭০ শতাংশ এবং ৩০ শতাংশ জুরি ভোটে বিজয়ী নির্ধারিত হবে। চ্যাম্পিয়নশিপটি তিনটি পর্বে অনুষ্ঠিত হবে।

জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এখন পর্যন্ত ২০ জন নিজেদের নাম নিবন্ধন করেছেন। প্রতিযোগিতাটি সুইডেনের গোথেনবার্গে অনুষ্ঠিত হবে।

প্রতিবেদনে বলা হয়, যৌনতাকে খেলায় পরিণত করা গুরুত্বপূর্ণ। এই খেলায় আনন্দ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দর্শকদের আনন্দ সরাসরি স্কোরকে প্রভাবিত করবে। একটি খেলা হিসেবে যৌনতার জন্য সৃজনশীলতা, শক্তিশালী আবেগ, কল্পনা, শারীরিক সুস্থতা, সহনশীলতা এবং কর্মক্ষমতা প্রয়োজন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework