যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪০

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ১৬, ০৪:৩৭ অপরাহ্ন

যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পরও গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা। বুধবার (১৫ জানুয়ারি) যুদ্ধবিরতির ঘোষণা আসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন ফিলিস্তিনি।

সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয় রেদওয়ান এলাকায়, যেখানে এককভাবে নিহত হয়েছেন ২০ জন। খান ইউনিসের কিজান রাশওয়ান এলাকায়ও ইসরায়েলি হামলা তীব্র আকার ধারণ করে। সেখানে ২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হলেও নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

২০২৩ সালের অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে টানা ১৫ মাস ধরে ইসরায়েলের নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন চলছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৬ হাজার ৭০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১০ হাজার।

যুদ্ধবিরতির সিদ্ধান্তে মধ্যস্থতার দায়িত্ব পালন করছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি বুধবার রাতে দোহার এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির ঘোষণা নিশ্চিত করেন। তিনি জানান, এই চুক্তি আগামী রোববার, ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।

চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে হামাস ৩৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে। তাদের মধ্যে নারী, শিশু এবং ৫০ বছরের বেশি বয়সী পুরুষরা অন্তর্ভুক্ত।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework