যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত কমপক্ষে ৪

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ Jun ০২, ১১:৩৪ পূর্বাহ্ন

আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকহামলার ঘটনা ঘটেছে। ওকলাহোমার একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৪ জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর বার্তা সংস্থা এপির।

বুধবার ওকলাহোমার তুলসার একটি হাসপাতালের ক্যাম্পাসে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। গত মঙ্গলবারই (২৪ মে) টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ১৮ শিশু শিক্ষার্থীসহ ২১ জনের প্রাণহানির ঘটনা ঘটে। পরে পুলিশের পাল্টা আক্রমণে ওই আততায়ী নিহত হয়।

এক টুইটবার্তায় তুলসা পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেলের দিকে টুলসা শহরের সেন্ট ফ্রান্সিস হাসপাতালে রাইফেল হাতে প্রবেশ করে ওই হামলাকারী। একটি ভবনের দ্বিতীয় তলায় উঠে এলোপাথাড়ি গোলাগুলি শুরু করে সে। তারপর এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক দম্পতি রয়েছেন।

খবরে আরও বলা হয়, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে কীভাবে তার মৃত্যু হলো বিষয়টি নিশ্চিত নয়। পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework