মেক্সিকোর গোপন কবরে ১৫টি লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২৯, ০৫:০৯ অপরাহ্ন

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে গোপন কবর থেকে অন্তত ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে। এই অঞ্চলটি গুয়াতেমালার সীমান্তের কাছাকাছি এবং দীর্ঘদিন ধরে মাদক চক্রের সহিংসতায় জর্জরিত।

চিয়াপাসের গভর্নর এডুয়ার্ডো রামিরেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, ফ্রেইলেস্কা এলাকার দুটি ব্যক্তিগত জমিতে এই গোপন কবরগুলোর সন্ধান পাওয়া গেছে। স্থিতিশীলতা পুনরুদ্ধারে পরিচালিত অভিযানের অংশ হিসেবে সেখানে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, অভিযানে মাদক, অস্ত্র ও যানবাহন জব্দ করা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত কিনা তা স্পষ্ট করা হয়নি।

মাদক চক্রের আধিপত্য নিয়ে সংঘর্ষ মেক্সিকোর এই অঞ্চলে একটি সাধারণ বিষয়। দেশটির বিতর্কিত মাদকবিরোধী অভিযান ২০০৬ সালে শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৪ লাখ ৪৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং কয়েক লাখ নিখোঁজ রয়েছে।

চিয়াপাসের মতো সীমান্তবর্তী অঞ্চলগুলো মাদক পাচারের রুট হওয়ায় এখানে সহিংসতার মাত্রা সবচেয়ে বেশি। গোপন কবরের সন্ধান মাদক চক্রের নির্মমতার আরেকটি উদাহরণ হিসেবে দেখা দিচ্ছে।

  • মেক্সিকোর গোপন কবরে ১৫টি লাশ উদ্ধার
  •  

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework