মায়ের কাছেই হস্তান্তর করেছে অ্যালেক্সি নাভালনির মরদেহ

আন্তর্জাাতিক ডেক্স
প্রকাশিত : রবিবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৫, ০৩:৫০ অপরাহ্ন

রাশিয়ায় কারাগারে মারা যাওয়া বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মরদেহ তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।  খবর বিবিসির।

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ এক্স হ্যান্ডলে সবাইকে ধন্যবাদ জানান, যারা মরদেহ ফিরিয়ে দেওয়ার দাবি  তুলেছিলেন। তিনি লেখেন, এখনো শেষকৃত্য বাকি আছে।  

নাভালনির মা লিউডমিলাকে বলা হয়েছিল গোপনে সমাহিত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এমন শর্ত দেওয়া হয়েছিল, যদি তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন তবে তাকে ওই কারাগারেই সমাহিত করা হবে, যেখানে তার মৃত্যু হয়েছে।  

ছেলের মৃত্যু যে কারাগারে হয়েছে, তার কাছের একটি শহরে তিনি গেল সপ্তাহ কাটিয়ে দেন। তিনি প্রথমে ছেলের মরদেহের অবস্থান নিশ্চিত করার চেষ্টা করেন এবং মরদেহ ফেরত চান।  

মৃত্যু সনদে সই করার পর বলা হচ্ছিল, স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে। ছেলের মরদেহ গোপনে সমাহিত করতে মাকে তিন ঘণ্টা সময় দেওয়া হয়েছিল।  

যদি তিনি রাজি না হন, তবে কারাগারের জমিতেই ছেলেকে সমাহিত করা হবে। এমনটিও জানান ইয়ারমিশ। নাভালনির মা লিউডমিলা স্পষ্টতই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে অস্বীকার করেন।

শনিবার ভোরের দিকে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া অভিযোগ করেন, স্বামীর মরদেহ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আটকে রেখেছেন। তিনি শর্তছাড়া স্বামীর মরদেহ দাবি করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework