ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী কোমায়
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ আগস্ট ১৩, ০২:২৪ অপরাহ্ন
কোমায় চলে গেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছেন হিন্দুস্তান টাইমস। সেখানে বলা হয়েছে ভারতের আর্মি'স রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল প্রণব মুখার্জির কোমায় চলে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রণব মুখার্জীর অবস্থা অপরিবর্তিত এবং তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।
সোমবার অসুস্থ হয়ে পড়লে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কের সার্জারি করা হয় তার। পরে তার করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।
হাসপাতালে ভর্তির পর থেকে প্রণব মুখার্জীর স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ তার মৃত্যুর সংবাদ লিখে স্ট্যাটাস দেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আজ সকালে টুইটারে প্রণব মুখার্জীর ছেলে অভিজিৎ তার পিতার স্বাস্থ্য সম্পর্কে ভুয়া খবর ছড়ানো বন্ধ করার আহ্বান জানান। এসময় টুইটারে তিনি জানান, প্রণব মুখার্জীর অবস্থা স্থিতিশীল রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস