বেলুচিস্তানে ট্রাক বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত, ৬ জন আহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৫, ১২:৫৫ অপরাহ্ন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমায় একটি ট্রাক বিস্ফোরিত হয়েছে। এই ঘটনায় ১১ জন নিহত হয়েছেন এবং আরও ছয়জন আহত হয়েছেন। এই বিস্ফোরণটি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলুচিস্তানের হারনাই শহরের একটি কয়লা খনির কাছাকাছি সড়কে ঘটে।

বিস্ফোরিত ট্রাকটি শ্রমিকদের বহন করছিল। ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক মারা যান। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী দলগুলো এই অঞ্চলে প্রায়ই হামলা চালায়।

স্থানীয় পুলিশ বেলুচ লিবারেশন আর্মির দিকে অভিযোগের তীর ছুঁড়েছে। খনিজ সমৃদ্ধ এই অঞ্চলে গত কয়েক বছরে বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় রয়েছে এবং অপরাধ যেমন অপহরণ বেড়েছে।

দেশটির একজন আধাসামরিক কর্মকর্তা জানিয়েছেন, রাস্তার পাশে আগে থেকেই একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস স্থাপন করা ছিল। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছানোর পর এটি বিস্ফোরিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এই বিস্ফোরক ডিভাইসটি সম্ভবত দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়েছিল।

অঞ্চলটির ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের সময় ট্রাকটিতে ১৭ জন খনি শ্রমিক ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework