দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছেন।
দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার বুসানের একটি উড়োজাহাজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার কিছু আগে বিমানে আগুন ধরে। বিমানটির ১৭৬ আরোহীর মধ্যে ১৬৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু ছিলেন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বিমানের সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তবে তিনজন সামান্য আহত হয়েছেন।
এটি স্মরণীয় যে, ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ছেড়ে আসা জেজু এয়ারের একটি ফ্লাইটে দুর্ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন এবং ১৭৯ জনের প্রাণহানি ঘটে, বেঁচে ছিলেন মাত্র দুজন।