দিল্লিতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের খুঁজে বের করতে বিশেষ অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১২, ১২:৫১ অপরাহ্ন

দিল্লি পুলিশ অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে। বুধবার (১১ ডিসেম্বর) কালিন্দি কুঞ্জ এলাকায় পুলিশ বাসা বাড়ি গিয়ে প্রতিটি বাসিন্দার নথি যাচাই করেছে।

এর আগে ৭ ডিসেম্বর, হজরত নিজামউদ্দিন দরগাহ এবং বস্তি হজরত নিজামউদ্দিনের উলেমা ও মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল এলজি ভি কে সাক্সেনার সাথে দেখা করে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের উপর হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

এই অভিযানের পূর্বে, উলেমা ও মুসলিম নেতারা অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ায় জরুরি পদক্ষেপের জন্য সরকারের কাছে আবেদন জানিয়ে ছিলেন। তারা এক চিঠিতে বলেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বাড়ি ভাড়া বা কাজে নিয়োগ দেওয়া উচিত নয় এবং তাদের সন্তানদের স্কুলে ভর্তি না করার আহ্বান জানান। এছাড়া, তারা রাস্তাঘাট, ফুটপাথ, পার্ক এবং সরকারি জমিতে অবৈধভাবে বসবাসকারী অনুপ্রবেশকারীদের অপসারণের দাবি জানিয়েছেন।

চিঠিতে আরো বলা হয়, যারা অবৈধভাবে সরকারি নথি যেমন আধার কার্ড বা ভোটার আইডি তৈরি করেছেন, তা বাতিল করা উচিত। তারা একটি বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানান যাতে দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করে তাদের দেশ থেকে বের করে দেওয়া যায়।

এদিকে, গভর্নর ভি কে সাক্সেনা এ অভিযানের জন্য দুটি মাসব্যাপী সময়সীমা নির্ধারণ করেছেন এবং সাপ্তাহিক অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework